• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আত্রাইয়ে ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং 


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২১, ০১:৩০ পিএম
আত্রাইয়ে ইউপি নির্বাচন উপলক্ষে ব্রিফিং 

রোববার চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন‌ওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এ কে এম মামুন খাঁন চিশতী।

শনিবার বক্তব্যকালে এ কে এম মামুন খাঁন চিশতী নির্বাচন উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। তিনি নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কেন্দ্র, মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই, সকল অফিসার বা ফোর্সগণকে প্রয়োজনীয় মূল্যবান দিকনির্দেশনা দেওয়াসহ করণীয়-বর্জনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

পুলিশ সুপার বলেন, “নির্বাচন উপলক্ষে বিশেষ কোনো পরিস্থিতিকে তড়িৎ নিয়ন্ত্রণে আনতে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আত্রাইবাসীকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে ন‌ওগাঁ জেলা পুলিশ অঙ্গীকারাবদ্ধ।”

এসময় তিনি জনসাধারণকে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে অনুরোধ জানান।

প্যারেডে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ন‌ওগাঁ সদর সার্কেল রাকিবুল হাসান ইবনে রহমান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক কাজী, নওগাঁ জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর নন্দিতা সরকার।
 

Link copied!